Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল।
বিস্তারিত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। ধর্মঘর ইউনিয়নের হরষপুর বাজারে মাহবুব পাঠাগারে এই মিলাদ মাহফিলের আয়োজন করে। সকাল ৬ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্তম শুরু করেন নেতাকর্মীরা। এ সময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করেন। বিকাল ৫ ঘটিকায় দলের নেতা কর্মীরা এ মিলাদ মাহফিলের কার্যক্রম শুরু করেন উক্ত মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণ মিলাদ অংশ গ্রহণ করেন। উক্ত মিলাদ মাহফিলে জাতীর জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দেশ ও জনগণের কল্যাণ কামনায় দোয়া করা হয়। এ সময় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার আওয়ামীলীগের সিনিয়নর সহ-সভাপতি জনাব আলহাজ্ব আঃ নূর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হোসাইন মিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য ফিরোজ মিয়া, যুবলীগ সভাপতি রাজা মিয়া উক্ত মিলাদ মাহফিল আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ১ম সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের।

ছবি
ডাউনলোড