ইউপি সভার সিদ্ধান্ত
সভার স্থান : ইউপি কার্যালয়
তারিখ : ২৯-০৮-২০১৩ইং
সময় : দুপুর ১২.০০ ঘটিকা
ক্রঃনং | নাম | পদবী |
১ | মোঃ সামসুল ইসলাম কামাল | সভাপতি (চেয়ারম্যান) |
২ | মোঃ আসিকুর রহমান | সদস্য, ইউপি সদস্য |
৩ | মোঃ সোহরাব উদ্দিন | সদস্য, ইউপি সদস্য |
৪ | মোঃ গিয়াস উদ্দিন | সদস্য, ইউপি সদস্য |
৫ | মোঃ এমরান আহম্মেদ | সদস্য, ইউপি সদস্য |
৬ | মোঃ বাহারুল ইসলাম | সদস্য, ইউপি সদস্য |
৭ | তারাব আলী | সদস্য, ইউপি সদস্য |
৮ | আঃ ছোবহান | সদস্য, ইউপি সদস্য |
৯ | মোঃ আঃ মান্নান | সদস্য, ইউপি সদস্য |
১০ | মোঃ ফিরুজ মিয়া | সদস্য, ইউপি সদস্য |
১১ | মোছাঃ রোজিনা আক্তার | সদস্য, ইউপি সদস্যা |
১২ | মোছাঃ মাহমুদা বেগম | সদস্য, ইউপি সদস্যা |
১৩ | মোছাঃ আনোয়ারা বেগম | সদস্য, ইউপি সদস্যা |
অদ্য ২৯/৮/১৩ ইং তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় অত্র পরিষদের সভাপতি জনাব মোঃ সামসুল ইসলাম কামাল সাএবের সভাপতিত্বে ১নং ধমর্ঘর ইউনিয়ন অফিসে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
সভার সিদ্ধান্ত বলী
১নং সিদ্ধান্ত:-বিগত সভার কাযবিবরণী পাঠ করে শুনানোর পর তা সব সম্মতিক্রমে অনুমোদিত হলো।
২নং সিদ্ধান্ত:- সভা পতি মহোদয় সভায় জানান যে ২০১২-২০১৩ অর্থ বছরের যে সমস্থ প্রকল্প (এলজিএসপি-২) বাস্তবায়ন করা হইয়াছে। সেই সমস্থ প্রকল্পগুলি সরেজমিনে পরিদশর্ন করা খুবই জরুরীকারন রিটেন মানি তথা জামানতের টাকা ফেরত প্রদানের সময় যদি কোন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি দেখা যায় তবে উক্ত অর্থ থেকে রক্ষণা বেক্ষণের বিধান আছে। তাই সকল সদস্যকে প্রকল্প পরিদশের্নর পরে রিপোর্ট চেয়ারম্যান সাহেব কে জানানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হল:
৩নং সিদ্ধান্ত:- ইউপি তথ্য ও সেবা কেন্দৈর ল্যাপটপ টি অনেক আগে থেকে সমস্যা দিচ্ছে। অতি জরুরী ভিত্তিতে ল্যাপটপটি ঢাকা থেকে মেরামত করা প্রড়োজন কারণ লোকাল মেরামত করা যাবে না তাই ল্যাপটপটি মেরামতের জন্য মং ৬০০০/- টাকা খরচের সিদ্ধান্ত গৃহীত হলো:
৪নং সিদ্ধান্ত:- বিবিধে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS